ভারতে অনুপ্রবেশকালে মাধবপুরে আটক ৫
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সুনামগঞ্জের শালস্না উপজেলার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫), তার স্ত্রী গীতা রানী দাস (৩০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০), একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস (২৭)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানান, সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জনপ্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছিল।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি আব্দুল আল মামুন জানান, এ ব্যাপারে ৩ দালালসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটকদের শনিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।