'সাংবাদিক হিসেবে কারও বিরুদ্ধে মামলা হোক আমরা তা চাই না'
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক-বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, 'সাংবাদিক হিসেবে কারও বিরুদ্ধে মামলা হোক, আমরা তা চাই না।' তিনি গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, 'যে কালচারের জন্য ৫ আগস্টে পরিবর্তন হয়েছে, আমরা চাই ভবিষ্যতে এসবের যেন আর পুনরাবৃত্তি না হয়। বেলা শেষে আমরা সে ধরনের চর্চা করতে চাই না।'
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আমরা একটা গাইডলাইন দিয়েছি, আমরাও এসবের বিরুদ্ধে। আমরা চাই না, প্রেস ক্লাবের সদস্য কিংবা সাংবাদিক যারা আওয়ামী লীগের পদে নেই, তাদের বিরুদ্ধে মামলা হোক। এটা আমরাও চাই না। যারা দলে আছে, সেটা সাংগঠনিকভাবে আইন অনুযায়ী, যেটা করার দরকার সেটা হবে।'
তিনি সম্প্রতি সময় হওয়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন স্টেক হোল্ডারসহ সর্বদলীয় একটি সভা আহ্বান করা যেতে পারে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোলস্না কচি, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু অ্যাডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমা, জেলা যুবদলের সভাপতি শামীম মোলস্না প্রমুখ উপস্থিত ছিলেন।