ভূঞাপুরে অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা
দুই জেলায় দুই মরদেহ উদ্ধার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইন জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, চট্টগামের মিরসরাইয়ে অজ্ঞাত যুবক ও নেত্রকোনার বারহাট্টায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, কুমিলস্নার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র সালিশী বৈঠকে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম নিকরাইল গ্রামের জোয়াহেরের ছেলে।
স্থানীয়রা জানায়, একই গ্রামের রাকিব ও সুজনের এক ভাগ্নের সঙ্গে অনলাইন জুয়ার মূলহোতা নয়নের অর্থ নিয়ে বিরোধ হয়। সেই বিরোধ মেটাতে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাতাব্বরদের উদ্যোগে সালিশী বৈঠক বসে। বৈঠকে রাকিব ও সুজনের ভাগ্নের সঙ্গে মুসলিমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ও সুজন তাদের সঙ্গীদের সালিশি বৈঠকে ডেকে আনেন। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে মুসলিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালায়। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে পথে মুসলিম মারা যান।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে। জড়িত হালিমকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মিরসরাই উপজেলার মস্তাননগর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃতু্য হওয়া এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে ওই যুবকের লাশ দেখতে পান রেলওয়ের নিরাপত্তাকর্মীরা।
চিনকী আস্তানা রেলওয়ের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সকালে মস্তাননগর স্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় রেলওয়ের নিরাপত্তাকর্মীরা। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি) কে খবর পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পাহাড়িকা অথবা কর্ণফুলী ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃতু্য হয়েছে। ওই যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি।
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় নাহিদা আক্তার (১৯) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে আসমা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শহিদ মিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার হয়। নাহিদা শ্রীরামপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে। বারহাট্টা থানার ওসি কামরুল ইসলাম জানান, ঘটনার দুই দিন আগে অসুস্থতার জন্য নাহিদাকে বারহাট্টা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দুইদিন আগে তিনি বাড়ি ফেরেন। পরে তার দাদী সখিনা আক্তারের ঘরে ঘুমানোর কথা বলে ঢোকেন। দীর্ঘ সময় বের না হলে স্বজনরা ডাকতে শুরু করে। সারা না দেওয়ায় ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে স্বজনরা।
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাসান (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হাসান উপজেলা বাতিসা ইউনিয়ন কালিকসার গ্রামের রফিক মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় কাজী মুনছুর, মাহিদুল হক নামে সিএনজি চালক এবং অপর আরোহী আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন। গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগন্নাথদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহিদুল হক জানান, তারা মোটর সাইকেলে জগন্নাথদীঘি থেকে রওনা হয়ে একটু সামনে এগুলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে হাসান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়।