বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ফরিদপুরে শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

ফরিদপুর প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ফরিদপুরে শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

ফরিদপুরে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য 'হাফ পাস' চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

শনিবার ফরিদপুর বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সবার শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহণ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে গত শনিবার নতুন বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়ে এই সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস মালিক গ্রম্নপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রম্নপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল, শাহরিয়ার রফিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে