রাণীশংকৈলে তিনটি রাজবাড়ী সংস্কার করে জাদুঘরে রূপান্তর করা হবে মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। এগুলো সংস্কার করা জরুরি। পর্যায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে। শনিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার টংনাথের রাজবাড়ী, জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রম্নত জাদুঘরে রূপান্তর করে সবার জন্য উন্মুক্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে ও রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন, কান্তস্বর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম, ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।