দেশ সংস্কারের কাজ চলছে, সবাই সরকারকে সহযোগিতা করুন -রাশেদ খান
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, 'দেশ সংস্কারের কাজ চলছে আপনারা সরকারকে সহযোগিতা করুন। আমরা অধিকার বঞ্চিত ও তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করব।
শুক্রবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী বাস্ট্যান্ডে এক পথসভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'আমাদের রাজনীতি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আমরা জনগণের কথা বলার জন্য তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতির মাঠে এসেছি। এই দেশে জনগণকে পরাধীনতার শিকলে আবদ্ধ যাতে কেউ আর না করতে পারে তার জন্য আমরা অতন্দ্র প্রহরী হয়ে সজাগ থাকব?'
কিশোরগঞ্জে সাবেক তিনজন রাষ্ট্রপতি ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের সমালোচনা করে রাশেদ বলেন, এত বড় বড় নেতা থাকতে এই জেলার সড়কের বেহাল অবস্থা? এই সড়কে চলাচল করলে সুস্থ মানুষ অসুস্থ হবে। কথিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এ সময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক লায়ন নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব মো. এনামুল হক সুমন প্রমুখ।