বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চট্টগ্রামে 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ' অনুষ্ঠিত

চট্টগ্রাম বু্যরো
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ' অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ' অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষি।ঠত সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম। সেন্টার ফরগভার্নেন্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগে ধারাবাহিক সংলাপ শুরু করেছে সংস্থাটি। সংলাপে জ্বালানি ও বিদু্যৎ খাতের দুর্নীতি নিয়ে ড. মইনুল ইসলাম বলেন, 'আদানি গ্রম্নপের সঙ্গের চুক্তি সব থেকে বড় অর্থনৈতিক ক্ষতিসাধন করেছে। নারীদের জন্য এক তৃতীয়াংশ আসন বরাদ্দ রাখতে হবে।'

সংসদ বিষয়ক গবেষক এবং চবি'র লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর নিজাম উদ্দিন আহমদ বলেন, সংবিধান পরিবর্তনের প্রেক্ষিতে মৌলিক অধিকার রক্ষা করতে হবে। সিজিএসের নির্বাহী পরিচালক জিলস্নুর রহমান বলেন, ফলাফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, রাজনীতিক, শিল্পউদ্যোক্তা, নাগরিকসমাজ, গণমাধ্যমকর্মী, আধিকারকর্মী, ক্ষুদ্রউদ্যোক্তা, নারীসংগঠক, সেচ্ছাসেবীসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা মুক্ত আলোচনায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে