বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

রসিক কাউন্সিলরসহ তিন জেলায় আ'লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে মাদককারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
রসিক কাউন্সিলরসহ তিন জেলায় আ'লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, নাশকতা মামলায় রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলরসহ তিন জেলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর কেরানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর মহানগরীর হাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজার সংলগ্ন রাজা রাম মোহন মার্কেটের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২১ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে একটি মামলা করেন।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আ'লীগ সভাপতিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলা আ'লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ইমানি ও সহ-সভাপতি তছকির খানকে গ্রেপ্তার করা হয়। রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মোবাশ্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে একই উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চু (৬০), পাঁচগাঁও ইউনিয়নের আওলাদ হোসেন (৪০) ও উকিল আলীকে (৬০) গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

\হগ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (৫৩), নন্দীগ্রাম পৌরসভার ২ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম (৪৯), ৩নং ভাটরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম (৪৮) ও আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা (৩২)। এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর সেনবাগে যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার ভোরে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের প্রয়াত আব্দুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

পুলিশ জানায়, মাদককারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে সহিংসতা মামলায় চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ও শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা সদর ইউনিয়নের টেবলাই গ্রামের খসরু মিয়া (৩৫), আলী আকবর (৫৩), সদর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের ছদরুল ইসলাম (৪৫) ও দোয়ারাবাজারের সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম আছকির মিয়ার ছেলে গোলাপ মিয়া (৫০)।

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালী জেলার পৌর এলাকার ভানুয়াই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন রতন ভূঁইয়াকে (৫২) আটক করেছে পুলিশ। সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি পৌর এলাকার ভানুয়াই গ্রামের মৃত বেছু মিয়ার ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে