'শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক, উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জেলা মাধ্যমিক অফিসার মো. হাবিবুলস্নাসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণের্ যালির উদ্বোধন করেন- জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান, সুখময় সরকার, ফরিদা ইয়াসমিন, সদর ইউএনও তানিয়া তাবাসসুমসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গায় র?্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেরোবি প্রতিনিধি জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এ উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. তাজুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিক, শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকী প্রমুখ।
পবিপ্রবি প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের্ যালি শেষে কৃষি অনুষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ল্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে ও কৃষি অনুষদের অধ্যাপক ড. আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- কৃষি অনুষদের অধ্যাপক ড. মাহবুব রাব্বানী, রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক জিলস্নুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সুজাহাঙ্গীর কবীর, সিএসই অনুষদের সাবেক ডিন জামাল হোসেন, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মহসিন হোসেন, অধ্যাপক ড. মামুন আর রশীদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন। সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক কাজী কবির হোসেন, নিখিল চন্দ্র দাস, আবু বকর সিদ্দিক, আব্দুল কাদির সায়েম, আজমেরী বেগম, জাহিদুল ইসলাম, সাব্বির আহমেদ প্রমুখ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটির্ যালি বের হয়।র্ যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে বর্ণাঢ্যর্ যালি বের করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মোবারক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. শাহজাহান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সরাফত আলী, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরর গাংনীতের্ যালি শেষে আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বক্তব্য রাখেন- অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম, মোমিনুজ্জামান ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।
পোরশ (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় ইউএনও আরিফ আদনানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কনক রায়, মাদ্রাসা সুপার আব্দুল করিম, অধ্যক্ষ আব্দুল খালেক নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। সহকারী শিক্ষক গোলাম রাব্বানীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক আকবর আলী, মোশারফ হোসেন, আসফাকুল আসেকিন, আব্দুর রইচ উদ্দিন, সহকারী শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ জানান, মানিকগঞ্জের্ যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোলস্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পাঁচজন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন অধ্যক্ষ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, মুহাম্মদ সোলাইমান ও সুরাইয়া আহমেদ ইভা।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক সোহেল রানা, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক, অধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যাপক শাহাজাহান আলী, অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউএনও রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুলস্নাহ, শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, মাদ্রাসা সুপার শাহ আলম, প্রধান শিক্ষক আব্দুল খালেক, মোহাম্মদ আলম, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক কায়সার আলী প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। অধ্যক্ষ সাজেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ মো. সিরাজুল হক, আবদুল মোত্তালেব শেখ প্রমুখ।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহের সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন এসি ল্যান্ড জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা ইয়াছিন করিম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব গোলাম মাওলা বাবু প্রমুখ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে ইউএনও অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক নাজমুল হক, প্রধান শিক্ষক মোজাফফর হোসেন উকিল, প্রভাষক গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আনোয়ার হোসাইন পাটোয়ারী। আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী, অধ্যক্ষ শেখ সাদি, উপাধ্যক্ষ আবদুল কাদের হেলালী, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, উম্মে কুলসুম প্রমুখ।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইউএনও মমতাজ মহলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আব্দুল মমিন প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় ইউএনও জান্নান আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মাহমুদুন্নবীর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরদার, অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেল, অধ্যক্ষ ইউসুফ আলী, সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, প্রধান শিক্ষক আবুল বাশার, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, শিক্ষক সমিতির সম্পাদক মলিস্নক আ. সাত্তার, প্রধান শিক্ষক মনিরুজ্জামান ফকির, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক প্রমুখ।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও ওয়াহিদুজ্জামান। একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ আবুল কাসেম বিপস্নব, এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, আব্দুল খালেক, প্রভাষক সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ সবুজ, ইউসুফ মিয়া প্রমুখ।
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসি ল্যান্ড মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার জান্নাতুন্নাহার লিজা।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে ইউএনও নজরুল ইসলামের নেতৃত্বে র?্যালি বের হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার, অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিন, প্রভাষক মলিস্নক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ, প্রধান শিক্ষক মনিরুল হাছান, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।