বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

নতুন ওসি

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো. মুরাদ হোসেন। গত সোমবার দুপুরে তিনি বাজিতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি টাঙ্গাইল বাসাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ছিলেন। তিনি কুড়িগ্রাম রৌমারী উপজেলার সন্তান। অন্যদিকে, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. হেলাল উদ্দিন পিপিএম হিসেবে যোগদান করেন। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার তদন্ত ওসি হিসেবে ছিলেন। পরে টাঙ্গাইল জেলার ডিবি ওসি হিসেবে ৩ বছর কাজ করেছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও গ্রামে।

সভা অনুষ্ঠিত

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাব ভবনে প্রেস ক্লাব সভাপতি রবিউল কবির মনু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী শওকত জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিম, সাবেক সভাপতি খোকন আহম্মেদ, কৃষ্ণ কুমার চাকী ও গোপাল মোহন্ত, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সহ-সভাপতি মনজুর হাবিব মনজু, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রাহেনুল হক সরকার ও হাজি রাসেল কবির, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল।

মতবিনিময় সভা

ম তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এ সময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সিকদার।

সংবাদ সম্মেলন

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে আউলিয়া কেরামের মাজার ভাঙচুর, জশনে জুলুসে হামলাসহ বিভিন্ন ইসু্যতে সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাঁশখালী উপজেলা শাখা। বুধবার সন্ধ্যায় উপজেলার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাঁশখালী শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফি। এ সময় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত নেতা এম মহিউল আলম চৌধুরী, আবদুল মালেক আশরাফি, মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, আবদুর রহীম সিরাজী, মাওলানা বশির আহমদ, মাঈনুল ইসলাম ফরহাদ।

নগদ অর্থ বিতরণ

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরিব মানুষের মধ্যে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এসময় আরও উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজি লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, রোকেয়া বেগম আদর্শ মহিলা আলিয়া মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম, মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

আলোচনা সভা

ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আদর্শ হাইস্কুল হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমির মো. আনোয়ারুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমির মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, পৌর আমির মাওলানা সাখাওয়াত হোসেন, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ।

অনুদান প্রদান

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১১৯টি পূজামন্ডপে উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুদান বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিলস্নুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাভাপতি রুহুল আমীন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায় প্রমুখ।

শপথগ্রহণ

ম গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রিবার্ষিক নির্বাচনে ১৭টি পদের নির্বাচিত কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এসময় ছিলেন নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। শপথ অনুষ্ঠানে অংশ নেন সভাপতি মো. আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌতম কুমার চক্রবর্তী বিশুসহ ১৭টি পদের নির্বাচিত কর্মকর্তা কার্যকরী।

মতবিনিময় সভা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী পৌরসভা ও সরকারি আলাওল কলেজ ছাত্রদলের নেতাদের নিয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার লক্ষ্যে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আলাওল কলেজ মিলনায়তনে সভায় দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস.এম তৈয়বের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খালেদ জিহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান আনিছ, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কায়ছার বাদশা।

বিক্ষোভ মিছিল

ম মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিউল ইসলাম স্বপনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মিছিলটি তেঘরিয়া বাজারের বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে তেঘরিয়া বাজারের বিভিন্ন পাকা রাস্তা পদক্ষিণ করে তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল মাঠে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেছ, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বিপস্নব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম স্বপন।

স্মরণ সভা

ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ ডা. মোহাম্মদ আলীর ১২তম মৃতু্যবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মরহুম ডা. মোহাম্মদ আলীর সহধর্মিণী অধ্যক্ষ রাবেয়া আলী। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুসহ অন্য নেতারা।

শুভেচ্ছা বার্তা

ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সফল সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। এক শুভেচ্ছা বার্তায় তিনি মনোহরদী-বেলাব উপজেলাসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি।

সৌজন্য সাক্ষাৎ

ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেস ক্লাবের পক্ষ থেকে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। হরিণাকুন্ডু প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

চালের ডিও বিতরণ

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা ১১৯টি পূজামন্ডপে সরকারিভাবে চালের ডিও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন আহম্মেদ রোবায়েত তানভির আনান, পীরগঞ্জ থানার অফিসর ইনচার্জ খায়রুল আনম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।

আলোচনা সভা

ম বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও সম্পর্ক উন্নয়নে আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

সংবর্ধনা প্রদান

ম আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও কলেজের সিনিয়র প্রভাষক মো. জয়নুল আবেদীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির ফকির, অ্যাডভোকেট জসিম উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন মামুন।

পূজামন্ডপ পরিদর্শন

ম হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাট জেলার সীমান্তবর্তী হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনস্থ বিওপিসমূহের বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন কর্নেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, রংপুর। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। বিজিবি সেক্টর কমান্ডার, বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সমাবেশ অনুষ্ঠিত

ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতিতে চর রমিজ ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রামগতি বিবিকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চরগাজী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম। এতে উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা আলী মর্তুজা, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার আহমদ উল্যাহ সেলিম।

সভা অনুষ্ঠিত

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রেস ক্লাব মোলস্নাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় প্রেস ক্লাব মোলস্নাহাটের কার্যালয়ে প্রেস ক্লাব মোলস্নাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোলস্না, আব্দুলস্নাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস,এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. মনিরুজ্জামান শিকদার, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার, সাজ্জাদুল ইসলাম লিপ্টন, মনির হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণ

ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নে নীলফামারী জেলা বিএনপি ও ডিমলা উপজেলা বিএনপি'র উদ্যোগে বানভাসি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন নীলফামারী জেলা বিএনপি'র সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা উপজেলা বিএপি'র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

খেলা অনুষ্ঠিত

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর জামতলী যুবসংঘ ও এলাকাবাসীর আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় ২-১ গোলে পীরগঞ্জ রংপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে রানী বন্দর দিনাজপুর আইডিয়াল কলেজ জয়ী হয়। বৃহস্পতিবার বিকালে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ। এ সময় আরও ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. মিজানুর রহমান সিয়াম, সাবেক পৌর কাউন্সিলর মো, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ। খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে