বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কেন্দুয়ায় টিসিবির পণ্য প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
কেন্দুয়ায় টিসিবির পণ্য প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৌশলে ও বেআইনিভাবে টিসিবির পণ্য প্রতারণা ও আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে কেন্দুয়া থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়াসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নে বাড়লা গ্রামে নিজ বাড়িতে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি ডাল এবং ৭২ লিটার তৈল অবৈধভাবে রাখার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে কেন্দুয়া থানা হেফাজতে নিয়ে যাওয়া হয় তাকে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান শুক্রবার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রজু হয়। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে