দেশের প্রথম সারির পৌরসভাগুলোর মধ্যে অন্যতম একটি পৌরসভা ঈশ্বরদী। এই পৌরসভাকে একটি নিরাপদ ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ঈশ্বরদী পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
এ সময় তিনি বলেন, ঈশ্বরদী পৌরবাসীর জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে পুরো পৌর এলাকার বিশেষ বিশেষ পয়েন্টে মোট ৯৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরা নিয়ন্ত্রণে থাকবে শৃঙ্খলা এবং সীমাবদ্ধতা। নাগরিকদের সুবিধার্থে পৌরসভার একটি ওয়েবসাইট তৈরি করা হবে। নাগরিকরা ঘরে বসেই পৌরসভার যাবতীয় কাজ সারতে পারবেন এই ওয়েবসাইট থেকে।
পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পৌরসভার প্রবেশ পথের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি করে নান্দনিক ফটক তৈরি করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক, এসএম ফললুর রহমান, সাবেক সভাপতি, মোস্তাক আহম্মেদ কিরণ এবং এসএম রাজা, যুগ্ম সম্পাদক সেলিম সরদার, খন্দকার মাহবুবুল হক দুদু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, প্রভাষক হাসানুজ্জামান, শেখ মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, ওয়াহেদ আলী সিন্টু, শহীদুলস্না খান, খালেদ মাহমুদ সুজন, সৌরভ কুমার দেবনাথ, মাহফুজুর রহমান, স্বপন প্রমুখ।