ভেড়ামারায় জলমহাল দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুরে চাষ করা মাছসহ জলমহাল দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ বিষয়ে জলমহাল ও মাছ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লিজ গ্রহীতার অংশীদার এক মাছ চাষি। সোমবার বিকালে মওলাহাবাস পুর জলমহালের ধারে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন মওলাহাবাসপুর গ্রামের মাছ চাষি ও জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, 'ভেড়ামারার ধরমপুর ও জুনিয়াদহ ইউনিয়নে অবস্থিত ভোগেরদহ জলমহাল শাপলা মৎস্যজীবী সমিতির পক্ষে বাৎসরিক চালান ও আয়কর প্রদানের মাধ্যমে চুক্তিনামা অনুযায়ী মাছ চাষ করে আসছি।' গত ৫ আগস্টের পরদিন থেকে ধরমপুর বিএনপির সভাপতি রবিউল সরকার, সম্পাদক আসাদুজ্জামান মিঠু এবং ধরমপুর ইউপি চেয়ারম্যান সামসুল হক এক হয়ে দলবল নিয়ে মাছসহ জলমহাল দখল করে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। লিজকৃত অংশে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।