বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কুষ্টিয়ায় ১০ কোটি টাকা মূল্যের এলএসডি জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
কুষ্টিয়ায় ১০ কোটি টাকা মূল্যের এলএসডি জব্দ

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তলস্নাশি চালিয়ে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি (মাদক) জব্দ করেছে বিজিবি। গত বুধবার বিকালে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের গোবিন্দপুর নামক স্থানে পিরোজপুর থেকে রাজশাহীগামী মেট্রোপলিটন পরিবহণ নামের যাত্রীবাহী বাসে তলস্নাশি চালিয়ে ৫০ এমএলএয়ের২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন সূত্র জানায়, বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কুষ্টিয়া সেক্টরেরঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন পিরোজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাসে এলএসডি'র একটি বড় চালান রাজশাহীতে যাবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল ঘটনাস্থল গোবিন্দপুরহাইওয়ের ওপর অবস্থান নেয়। আনুমানিক তিনটার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিজিবিরটহলদল থামিয়ে তলস্নাশি করে। এসময় ৫০ এমএলএর ২০ বোতল ভারতীয় এলএসডি জব্দ করা হয়। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিধি অনুযায়ী মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, কুষ্টিয়া বিজিবি সীমান্ত এলাকায় মাদক সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাচ্ছে। বিজিবি ইতোমধ্যে অনেকগুলো সফলতা পেয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে এবং মাদক সন্ত্রাস নির্মূলে কুষ্টিয়া বিজিবি কাজ করে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে