কুমিলস্নায় ব্যবসায়ীর বাড়িঘরে হামলা-লুটপাট চালিয়ে স্ত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্নায় নুরুল হাসান ওরফে প্রভাত নামে এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট চালিয়ে তার স্ত্রী তানজিন সুলতানা ওরফে নিলাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে কুমিলস্না নগরীর টমছমব্রিজ এলাকার একটি হোটেলে ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে তার স্ত্রীকে অবিলম্বে উদ্ধারসহ এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নিলার বাবা-ভাইসহ সশস্ত্র একটি দল নিলার স্বামীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে নিলাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় নিলার স্বামী নুরুল হাসান প্রভাত বাদী হয়ে গত ২৮ আগস্ট কুমিলস্নার আদালতে এনামুল হক ভূঁইয়াসহ ৪ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিলস্নার পরিদর্শক আবু বকর সাংবাদিকদের বলেন, 'ভিকটিম নিলাকে উদ্ধার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। আমরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছি।'