বরগুনায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে হত্যাচেষ্টা ও বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগে সাবেক দুই এমপিসহ ৪০৫ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন নুরুল ইসলাম মনির বড় ভাইয়ের ছেলে মো. সোলায়মান। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মোহাম্মদ মুবিন।
মামলার আসামিরা হলেন- বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সুভাষ চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা সবুর রুমকিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা। এর আগে একই ঘটনার জেরে পাথরঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯৯ জনকে আসামি করে মিথ্যা মামলা করেছিলেন কাকচিড়ার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন পল্টু। এতে আরও অজ্ঞাত আড়াইশ থেকে তিনশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।
মামলার আইনজীবী অ্যাডভোকেট ইফরাত আহসান ইপু জানান, বাদী সোলায়মানের আপন চাচা নুরুল ইসলাম মনি বরগুনা-২ আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি সংসদ সদস্য থাকাকালে পাথরঘাটাসহ বরগুনার সব মানুষের জনপ্রিয় প্রতিনিধি হওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন পূর্ব থেকেই খুন করে দুনিয়া থেকে শেষ করার পরিকল্পনা করছিল। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টায় বাদীর চাচা তার বাবা-মায়ের কবর জিয়ারত করার জন্য ঢাকা থেকে বাড়িতে আসে।
এ সময় বাদীসহ কয়েকশ মানুষ তাকে এগিয়ে নেওয়ার জন্য পাথরঘাটা মঠবাড়িয়া আঞ্চলিক সড়কের সিঅ্যান্ডবি এলাকায় এলে তৎকালীন এমপি ও আ'লীগের নেতারা তাদের ওপর হামলা চালায়। এতে বাদীর চাচা নুরুল ইসলাম মনিসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হন।'