বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কচুয়া মাদ্রাসার ভেতরে গাঁজা সেবনে ২ জনের কারাদন্ড

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
কচুয়া মাদ্রাসার ভেতরে গাঁজা সেবনে ২ জনের কারাদন্ড

কচুয়ায় নূরজাহানপুর দাখিল মাদ্রাসার ভেতরে গাঁজা সেবন করার অপরাধে দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত দপ্তরি বোর্ডিংয়ের বারান্দায় রাখা বাইক আনতে গেলে গাজা জাতীয় মাদকদ্রব্য গন্ধ টের পেলে বোর্ডিংয়ে প্রবেশ করে দুজনকে গাঁজা সেবন করতে দেখে ফেলে। পরবর্তীতে মাদ্রাসা সুপারসহ সহকারী শিক্ষকদের সহযোগিতায় দুজনকে আটক করে কচুয়া থানা পুলিশকে খবর দেয়। এ সময়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স, আনসার সদস্য এবং মাদ্রাসা সুপারসহ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দুজনকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২৫০০ টাকা করে জরিমানা করে জেলা কারাগারে প্রেরণ করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- বাগেরহাট সদরের পোলঘাট এলাকার এনামুল কবির জয়নালের ছেলে মিজানুর রহমান রিদয় (২০) ও একই এলাকার মোস্তফার ছেলে ইয়ামিন শেখ (১৯)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে