বিভিন্ন দাবিতে তিন জেলায় মানববন্ধন
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
পটুয়াখালীর বাউফলে সরকারি কবরস্থানে মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা ও মুসলিস্নরা। এ ছাড়াও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে ও আমতলীতে যুবদলের নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-জনতা ও মুসলিস্নরা। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কালাইয়া বন্দর বড় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় ছাত্র-জনতা ও মুসলিস্নরা। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. আবুল হাসান মুনসুর, কালাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও খতিব আবদুল হাই, সাংবাদিক মো. মাসুম সিদ্দিকী, ব্যবসায়ী মাইনুল ইসলাম, শিক্ষার্থী মো. নাদিম রহমান, মো. মুরাদ ও ইমরান। বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের ক্ষমতা আমলে ক্ষমতার অপব্যবহার করে কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ওরফে মিজান মোলস্না সরকারি কবরস্থানের মধ্যে অবৈধভাবে টিনশেড ঘর তুলে মাদকের আখড়া বানিয়েছেন। পবিত্র করবস্থানে বসে তারা মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসরসহ অনৈতিক কর্মকান্ড করতেন। এ মাদক ব্যবসা পরিচালনা করতে রেজাউল সরদার ওরফে রেজু, তার স্ত্রী রুনু। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার করবস্থানের চারপাশে দেয়াল, ঘাটলা ও মসজিদ নির্মাণ ও মাদকের আখড়া উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনা ক্যাম্প কমান্ডার ও ওসির কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকের আখড়া উচ্ছেদ ও কবরস্থান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার নেত্রকোনা জানান, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার বেলা ১২টা থেকে আধা-ঘণ্টাব্যাপী নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচির পালন করে। মানববন্ধন চলাকালে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, ডা. আবুল হোসেন, শিক্ষার্থীদের পক্ষে আল ইমরান, আজহারুল ইসলাম, হাফসা আক্তার প্রমুখ। জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনের মুখে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) ভাইস চ্যান্সেলর ড. গোলাম কবির পদত্যাগ করেন। এর পর থেকে পদটি শূন্য রয়েছে।
আমতলী (বরগুনা ) প্রতিনিধি জানান, বরগুনা জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম মৃধা সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আমতলী উপজেলার ফকির বাড়ি বাজারে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধনে সভাপতিত্ব করেন আমতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন মৃধা। এ সময় বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কালাম মৃধা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন মামুন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইউপি সদস্য ফিরোজ খান তাপস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজি সোলায়মান (প্রমুখ)।