চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃতু্য

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাত করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহ -যাযাদি
কুমিলস্নার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কিশোরের মৃতু্য হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে। শুক্রবার বেলা ১১.৩০ ঘটিকায় গুণবতী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে ও নিহতের ফুফা গুনবতী হাইস্কুলের শিক্ষক মো. মিলন জানান, শুক্রবার বেলা ১১টায় সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে পরোটা কিনে তার ফুফুর বাড়িতে যাচ্ছিল। এসময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুনবতী স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। গুণবতী রেলস্টেশন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রম্নতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। সানজিদের মৃতু্যতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠাচ্ছি।