রাঙামাটিতে সাপ্তাহিক হাটে আসেনি পাহাড়ি ক্রেতা-বিক্রেতারা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলীর গাইন্দ্যা বাজারে দেখা যায়নি পাহাড়ি ক্রেতা-বিক্রেতার সমাগম -যাযাদি
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর গাইন্দ্যা বাজারের শুক্রবার সাপ্তাহিক হাটের দিনে কোনো পাহাড়ি ক্রেতা-বিক্রেতাকে দেখা যায়নি। এ নিয়ে বান্দরবানের রাজবিলা, রাজস্থলী, গাইন্দ্যা বালু মুড়া থেংখালিসহ বিভিন্ন বাসিন্দাদের মধ্যে অস্বস্তি রয়েছে। পাহাড়িরা না আসায় বাজারও জমেনি। এতে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার সকাল আটটায় রাজস্থলী উপজেলার ইসলামপুর বাজারে গিয়ে দেখা যায়, পাহাড়ি ক্রেতা-বিক্রেতা নেই বললেই চলে। যেসব বাঙালি বাজার করতে এসেছেন, তারাও দ্রম্নত কাজ সেরে চলে যান। স্বাভাবিক সময়ে হাটের দিন ভিড় ঠেলে চলাচল করতে হয় ক্রেতাদের। কিন্তু গতকাল বাজার ছিল ফাঁকা। বেশ কিছু দোকানও খোলেনি। অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যাও ছিল কম। ইসলামপুর বাজারের আরেক মুদি দোকানের ব্যবসায়ী বলেন, এক সপ্তাহ হলো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। হঠাৎ করে কোনো বেচাকেনা নেই। পাহাড়িদের পাশাপাশি বাঙালি ক্রেতারাও বাজারে কম এসেছেন। ইসলামপুর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, 'পাহাড়িরা কেন আজ সাপ্তাহিক হাটে আসেননি, বিষয়টা আমার জানা নেই। আমার ধারণা, বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনে ভয়ভীতি কাজ করছে। একটা বাজারে এভাবে লোকজন না এলে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে।' এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, 'পাহাড়িরা বাজারে না আসার বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। এ বিষয়ে আমি বাজার কমিটির সঙ্গে কথা বলার চেষ্টা করছি।'