বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুর সদর থানার ওসি ক্লোজড

হাওড়াঞ্চল প্রতিনিধি
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুর সদর থানার ওসি ক্লোজড

কিশোরগঞ্জ শহরের একটি মন্ডপে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্ডপের প্রতিটি প্রতিমাই ভাঙচুর করেছে। খবর পেয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানম, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সেনা সদস্য ওর্ যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে পূজারিদের আশ্বস্ত করেছেন।

এদিকে এ ঘটনায় সদর থানার ওসি তরিকুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি। তিনি জানান, পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া এখন ওসির দায়িত্ব নিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী আখড়ার আশপাশের এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে বলে জানা গেছে। আখড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শহরে একটি প্রতিবাদ মিছিল হয়েছে।

আখড়ার সাধারণ সম্পাদক সজিব সাহা ও সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার দাস জানান, এই আখড়ায় এবারই প্রথম দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। আখড়ার দুটি ফটকই রাতে বন্ধ ছিল। এখানে ৫ থেকে ৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। কিন্তু বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা ঘুমিয়ে যান। ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখেন প্রতিমাগুলো ভেঙে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা দেয়াল টপকে ঢুকে ভাঙচুর করেছে। নেতারা খবর পেয়ে মন্ডপের চিত্র দেখে তাৎক্ষণিক জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা ক্যাম্প ওর্ যাবকে জানান। খবর পেয়েই জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ওর্ যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতারা এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে