সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
প্রস্তুতিমূলক সভা ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজারে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইয়ামিন, এসি ল্যান্ড শাহানাজ পারভীন বিথী, ওসি এনায়েত হোসেন, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, সাবেক বিআরডিবি চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূইয়া, সম্পাদক জুয়েল আহাম্মেদ প্রমুখ। এডহক কমিটি ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম বাঁশখালী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী। একই সঙ্গে কলেজ অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়। বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদপত্র ইসু্যর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। হুইল চেয়ার বিতরণ ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'মানব সেবা অভিযান'-এর আয়োজনে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও সাধারণ সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার পৌর সদরের মহিলা ডিগ্রি কলেজ ভাঙ্গুড়ার চত্বরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার জাহান বাবুর সভাপতিত্বে ও ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক তুহিন আলীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল হোসেন প্রমুখ। মতবিনিময় সভা ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রায়হান বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ডোমার কেন্দ্রীয় সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল কানজিলাল, চাকধাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সত্যেন্দ্র নাথ রায় প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে শুভ মহালয়া উপলক্ষে তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নব পত্রিকায় দেবীবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পৌর শহরের উত্তরপাড়ার সেবা সংঘ মন্দির চত্বরে এ অনুষ্ঠানগুলো পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় সেবা সংঘ ও তত্ত্বাবধানে সুসং কুঞ্জ ঘর। তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক শঙ্খদীপ দে শান্ত বলেন, 'প্রতি বছর শুভ মহালয়ার দিনে আমাদের নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে এ অনুষ্ঠানগুলোর আয়োজন করে থাকি।' স্মারকলিপি প্রদান ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে শতভাগ পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। বুধবার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় প্রধান শিক্ষক নাজমুন নাহার, শাহিনা বেগম, সহকারী শিক্ষক সমিতির সম্পাদক আনিছুর রহমান, সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান, মো. শাহিনুর আলম, মমিনসহ অনেকে উপস্থিত ছিলেন। সনদপত্র বিতরণ ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি শরীয়তপুরের গোসাইরহাটে 'পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩' প্রকল্পের আওতায় ৭৮ নারী শ্রমিকের মধ্যে চেক ও সনদপত্র বিতরণ বৃহস্পতিবার উপজেলা হলরুমে উপজেলা প্রকৌশলী ওবায়েদুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অঞ্চলের এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। এ সময় এলজিইডি অফিসের হিসাবরক্ষক জাহাঙ্গীর হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপহার বিতরণ ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে পূজারীদের হাতে এই শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অনুপ কুমার বর্মণসহ বিভিন্ন পূজামন্ডপের কমিটির সদস্যরা। উলেস্নখ্য, এ বছর কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় ১৫৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মাদক উদ্ধার ম কাউনিয়া (রংপুর) প্রতিনিধি রংপুরের কাউনিয়ায় প্রাইভেটকারে তলস্নাশি চালিয়ে ১২১৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি। তবে এ ঘটনায় কোনো মাদককারবারিদের আটক করতে পারেনি মাদকদ্রব্য অধিদপ্তর। বুধবার রাতে কাউনিয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওইদিন সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি প্রাইভেটকারে তলস্নাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করে মাদকদ্রব্য অধিদপ্তর। সম্মেলন অনুষ্ঠিত ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি 'মুক্তির রাজপথ ইসলামী খেলাফত' এই প্রতিপাদ্যে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা আমির সদস্য মাওলানা ইমদাদ বিন মাওলানা ছায়েনুদ্দিন। স্মরণসভা ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক তাজুল ইসলাম খাঁন ঝিনুকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ মো. সজীব। আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার প্রমুখ। \হ ঈদে মিলাদুন্নবী ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ফটিকছড়ির বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। বুধবার সমিতির কার্যালয়ে মিলাদুন্নবী উদ্‌যাপন উপলক্ষে খতমে কোরআন, মিলাদ এবং বিশেষ দোয়া করে মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সোলাইমান কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন মেম্বারের পরিচালনায় উপস্থিত ছিলেন- মাওলানা ফিরোজ আলম রেজভী, মাওলানা মহিনুদ্দীন মঈনী, সমিতির উপদেষ্টা আবুল কাসেম, আফসার সওদাগর, সিনিয়র সভাপতি সরোয়ার আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। আইনশৃঙ্খলা সভা ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার থানা চত্বরে আয়োজিত সভায় ওসি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মাহফুজ আলমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন- উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, সহ-সভাপতি স্বপন স্যানাল, সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য বিদু্যৎ সরকার, প্রেস ক্লাব সম্পাদক জামাল তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক বিপস্নব মজুমদার প্রমুখ। সামগ্রী বিতরণ ম বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বুড়িচং উপজেলার হরিপুরে বানবাসিদের জন্য হরিপুর হাজি সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দক্ষিণ হরিপুর ঈদগাহ মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে হাজি সুরুজ মিয়ার সভাপতিত্বে ও বুড়িচং দারুল সালাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- কুমিলস্না দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজি জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সম্পাদক কবির হোসেন প্রমুখ। ত্রাণসামগ্রী বিতরণ ম স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারীতে বন্যার্ত ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। বুধবার জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলিরবাজার এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও সম্পাদক বদিউজ্জামান রানা, জেলা যুবদলের সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল প্রমুখ। মতবিনিময় সভা ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসানের সঙ্গে ফকিরহাট উপজেলার সব কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রানী রায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, থানার ওসি আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা সভা ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রভাষক দীপক কুমার করের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ প্রমুখ। চারা বিতরণ ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে বৃক্ষরোপণ ও দুই হাজার শিক্ষার্থীদের মাঝে ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা চত্বরে শিক্ষার্থীদের এসব চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, গুরুদাসপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক খালিদ হাসানসহ আরও অনেকে। অনুদান প্রদান ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে ইউএনও শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেনা কর্মকর্তা মেজর মেহেদী হাসান, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া, কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সম্পাদক মোলস্না মুশফিকুর মিল্টন, জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা বিএনপির সম্পাদক মজনু মিয়া প্রমুখ। স্মার্টকার্ড বিতরণ ম ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার আলী আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিলস্নুর রহমান প্রমুখ। জানা গেছে, ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ৮টি ইউনিয়নের নাগরিকদের স্মার্টকার্ড বিতরণ করা হবে। বাইসাইকেল বিতরণ ম সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালী সুবর্ণচরের চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে ব্যক্তি উদ্যোগে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের পাঁচজন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রবাসী রহিম উল্যাহ ফরাজী। এছাড়াও তিনি ৬০জন ছাত্রীকে স্কুল ব্যাগ ও ১০ জন ছাত্রীকে স্কুল ইউনিফর্ম প্রদান করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম সুমন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।