বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চার চেয়ারম্যানসহ ১৩ আ'লীগ নেতা গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
চার চেয়ারম্যানসহ ১৩ আ'লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম, বরিশালের বাবুগঞ্জে, নোয়াখালীর বেগমগঞ্জে ও নওগাঁর পোরশায় তিন ইউপি চেয়ারম্যানসহ ছয় জেলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক বু্যরো ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর আহমেদ সিদ্দিককে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ।

সিএমপি সূত্রে জানা যায়, বুধবার রাত পৌন ১০টায় নগরের পাথরঘাটা এলাকার নজু মিয়া লেইন থেকে নুর আহমেদ সিদ্দিককে কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার নুর আহমেদ সিদ্দিক নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১নং হাজী নজু মিয়া লেইন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

জানা গেছে, নুর আহমেদ সিদ্দিক ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পুলক খাস্তগীরের সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেলের অনুসারী হিসেবে কাজ করতেন।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছের্ যাব-৮। বৃহস্পতিবার সকালে বরিশাল কোতোয়ালি থানার মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দুপুর ৩টার দিকে দেহেরগতি ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে বাবুগঞ্জ থানা হেফাজতে রাখা হয়।

থানা সূত্রে জানা যায়, বরিশালে মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছের্ যাব-১১। বৃহস্পতিবার উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে তাকে গ্রেপ্তার করা হয়।

র্

যাব-১১, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারু-অর রশিদকে আটক করা হয়েছে। এছাড়াও একই ইউপির ১নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামকেও আটক করা হয়েছে। জানা গেছে, নওগাঁ সদর মডেল থানার একটি মামলায় বুধবার উপজেলার শিশা বাজার থেকে তাদের দুজনকে আটক করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিক জানান, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা থাকায় তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দুলস্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মানকোন ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমদাদুল হক এমদা।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, গত ৪ আগস্টের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার আসামি তিনজনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিসংযোগ ও ভয়ভীতির মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল (৬৫), পৌর যুবলীগের সদস্য আবু সাঈদ মিয়া (৫৫) ও ৫নং ওয়ার্ড যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত ওরফে হৃদয় (২৭)।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চারমাথা মোড়ে পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম হবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তার বাড়ি কয়রাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমর বাড়ি ভাঙচুর মামলায় ইউপি সদস্য শফিকুল ইসলাম হবিকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে