মাদককারবারিসহ তিন জেলায় আটক ১০

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মাদককারবারিসহ, সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত দলের সদস্যসহ তিন জেলায় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভোলা নৌবাহিনীর কন্টেনজেন্টের অপারেশন অফিসার লে. মুফতাদিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটকরা হলেন, শহিদুল বেপারী (৫০) ও তার ৪ সহযোগী। এ সময় তাদের কাছ থেকে ১৮৭ বোতল ফেনসিডিল, সাড়ে ২৮ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা, একটি রাম দা ও নগদ ৩২ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাত চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের টোলপস্নাজার সামনে গোপলারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকর হলো- সৈয়দুর রহমান (৩০), মো. সামছুদ্দিন (২৯), উজ্জ্বল হোসেন (২১) ও রেফু মিয়া (২৪)। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ লুঠ হওয়া ৩৯টি গরু, একটি ট্রাক ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকাকালে ডাকাতির ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে তারা। তবে লুট হওয়া নগদ টাকা ও ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন। বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে মাসুম মিয়া (৩৪)। বিশ্বম্ভরপুরপুর থানার ওসি কাউসার আলম জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।