রংপুরে সাবেক ছাত্রলীগ নেতা ইমনের ৩ দিনের রিমান্ড

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় রংপুর মহানগর কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা ইমনের (৩৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ইমনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুন নবী আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ রিমান্ড শেষে আগামী ৫ অক্টোবর আসামিকে আদালতে হাজির করতে দিন ধার্য করা হয়। গত ২৫ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় হত্যা চেষ্টা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে জখম, অঙ্গহানি এবং হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো আহত মমদেল হোসেনের মামা মো. কাশেম। ওই মামলায় ২ অক্টোবর মধ্যরাতে আসামি সোহেল রানা ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।