দুই জেলার সড়কে ২ জনের মৃতু্য

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এদিকে গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আহত ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মজনু মিয়া (৫৮) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-সখীপুর সড়কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমাবংকী এলাকার তুফান আলীর ছেলে ও ডাচ্‌-বাংলা ব্যাংক এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু মিয়া রাত ৮টার দিকে বাইসাইকেল চালিয়ে কর্মস্থল সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগতির একটি ট্রাক মজনু মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, নিহত ব্যক্তির স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আহত ব্যবসায়ী সিরাজ উদ্দিন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে, গত ১৭ আগস্ট মাগরিবের পর শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের শ্রীপুর সবুজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ্দিন (৭৫) শ্রীপুর পৌরসভার শ্রীপুর গ্রামের সবুজবাগ এলাকার মৃত আব্দুর রহমান শেখের ছেলে। তিনি শ্রীপুর বাজারের পুরাতন মুদি দোকানি ছিলেন। নিহতের ছেলে অশিন শেখ সাদ্দাম বলেন, গত ১৭ আগস্ট শ্রীপুর পাকা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন আমার বাবা সিরাজ উদ্দিন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে প্রায় ১০০ ফুট টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ মাস ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।