সদরপুরে মা ইলিশ সংরক্ষণে সভা
প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে প্রধান প্রজনন মৌসুমে 'মা ইলিশ' সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের জেলে ও স্থানীয়দের নিয়ে জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন, সদরপুর থানা ওসি আব্দুল মোতালেব, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।
উলেস্নখ্য, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে সকলের মাঝে জনসচেতনতা বাস্তবায়ন করা হয়।