বেতন বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে পাঁচ জেলায় মানববন্ধন

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
জামালপুরের ইসলামপুরে প্রাথমিকের শিক্ষকদের নবম ও দশম গ্রেড দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় -যাযাদি

প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের নবম ও দশম গ্রেডসহ বিভিন্ন দাবিতে পাঁচ জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইদহ, জামালপুরের ইসলামপুর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, নোয়াখালীর স›দ্বীপ ও বগুড়ার শিবগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ঝিনাইদহ প্রতিনিধি জানান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক এবং যুগোপযোগী করতে রাজস্ব খাতে অন্তর্ভুক্তসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ কর্মসূচির আয়োজন করেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। এতে চিনিকলের ব্যবস্থাপক গৌতম কুমার মÐল, তানজিমুল ইসলাম, আখ উন্নয়ন সহকারী আব্দুল হাই সিদ্দিকী, চিনিকলের সিআইসি সদস্য ইমরান পারভেজ, সেন্টার গার্ড কাম স্কেলম্যান আব্দুল লতিফসহ অন্যরা বক্তব্য রাখেন।
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডের দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। বুধবার বিকালে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠক সমন্বয় পরিষদ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম শান্ত, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি সৈয়দ মাসুদ রাজা, সাধারণ সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন লেমন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেলাল প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার বিকালে শহরের পূর্ব চৌরাস্তায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পীরগঞ্জ প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ কমিটির আহŸায়ক দক্ষিণ কাচন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, যুগ্ম আহŸায়ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা, ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী, আকাশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারি, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দারুজ্জামান প্রমুখ। 
স›দ্বীপ (নোয়াখালী) প্রতিনিধি জানান, স›দ্বীপে দশম গ্রেড প্রদানের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম জেলার স›দ্বীপ উপজেলা কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার বিকালে ইউএনও রিগ্যান চাকমার মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় স›দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মোকাব্বের ইসলাম রাফি, রবিউল আলম, দিদারুল আলম, মো. নুরুন্নবী, আব্দুর রহিম, জুলফিকার আলী, আবুল কাশেম, মো. রিয়াদ, জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামের সচেতন এলাকাবাসীর আয়োজনে আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি হুসাইন শরিফ সঞ্চয় ও বর্তমান অধ্যক্ষ গোলজার হোসেনের মাধ্যমে অবৈধ কমিটির দ্বারা নিয়োগ বাতিল এবং মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব সংশোধনের দাবিতে বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে প্রতিবাদ সমাবেশে স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজেকুল ইসলাম, মাওলানা শামিম আহম্মেদ, সাইদুল ইসলাম, আ. মান্নান, মামুন হোসেন, জয়েন উদ্দিন প্রমুখ।