বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সমাবেশ অনুষ্ঠিত

\হগোপালগঞ্জ প্রতিনিধি

মহানবী হজরত মুহম্মদকে (সা.) নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরির কটূক্তি এবং পরবর্তী সময়ে বিজেপি সংসদ সদস্য নিতেশ রানে সেই বক্তব্যকে সমর্থন করে ভারতসহ এতদাঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার গওহরডাঙ্গা মাদ্রাসার সহসভাপতি মাওলানা কবিরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাসমত উলস্নাহসহ আরও অনেকে।

কমিটি গঠন

ম সিরাজগঞ্জ প্রতিনিধি

জিয়া সাইবার ফোর্স 'সিরাজগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটিতে মো. শাহ আলীকে আহ্বায়ক, ফজলুল হক মিলনকে যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম জুপিটারকে সদস্য সচিব, রিপন তালুকদার ও শাহাদাৎ হোসেনকে সদস্য করে পাঁচ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মতবিনিময় সভা

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় থানা কার্যালয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আত্রাই উপজেলা শাখার সভাপতি শ্রী বরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক বাবু সনৎ কুমার প্রামাণিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার, বুড়িমাতা পূজা মন্দির কমিটির সভাপতি উত্তম।

প্রস্তুতিমূলক সভা

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন, পলস্নীবিদু্যতের ডিজিএম আবুল কালাম, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল আলী তালুকদার, ফায়ার সার্ভিসের ইনচার্জ আশ্রাফুল আলম, জামায়াতে ইসলামীর নেত্রকোনা কর্মপরিষদের সদস্য আবুল হাসেম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন সাহা।

সিসি ক্যামেরা প্রদান

ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তার স্বার্থে উপজেলা যুবদলের উদ্যোগে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের হরেন্দ্রলাল রায় বাহাদুর রাধা গোবিন্দ মন্দিরের সামনে ক্যামেরা বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাগ্যকুল ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান জুয়েল মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, সদস্য সচিব মামুনুর রশিদ।

সভা অনুষ্ঠিত

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দিরের সভাপতি শ্রী বিমল কর্মকার, বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী মহন প্রসাদসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

আলোচনা সভা

ম কটিয়াদী (কিশোরগঞ্জ)  প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী বাজারস্থ স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুলস্নাহ, জামায়াতের জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা অমুসলিম পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দন বসাক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বেনী মাধব ঘোষ।

আলোচনা সভা

\হমেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুলস্নাহ আল মামুন, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সুরুজুজ্জামান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের সহকারী শিক্ষক আফরোজা খাতুন, ছাত্রী অহনা, সামিহা রেজা প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম বরকল (রাঙামাটি) প্রতিনিধি

বরকল ভুষনছড়া বাজারে ছোট হরিনা জোন বিজিবি কর্তৃক আয়োজিত চিকিৎসা সেবা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ১২-বিজিবি ছোট হরিনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ (পিএসসি)। সভা শেষে তিনি একটি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সেখানে বিজিবির অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। সভা ও চিকিৎসা সেবায় ছিলেন ভুষনছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি সুলতান মন্ডল, সেক্রেটারি মো. সাইদুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

দোয়া মাহফিল

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী মরহুমা আলহাজ সুলতানা রাজিয়ার প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার দেওড়া মিত্তিবাড়ি এলাকায় আহসান উলস্নাহ্‌ সরকার ইসলামিক ফাউন্ডেশন এ আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজ।

গাছের চারা বিতরণ

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব ঢাকা শাপলার উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রম্নপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সোনাহাটা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন। লিও ক্লাব অব ঢাকা শাপলার প্রেসিডেন্ট লিও জিন্নাহুর রহমান রাকিবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহবুব হোসেন চঞ্চল, সোনাহাটা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ফজল-এ-খুদা, ভাইস প্রেসিডেন্ট লিও ফাহিম ফয়সাল।

প্রস্তুতিমূলক সভা

ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতিতে জাপান পস্ন্যাটফরম ভালো প্রতিবেশীর উদ্যোগে আয়োজিত স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে লক্ষ্ণীপুর জেলা বন্যাকবলিত পরিবারের জন্য জরুরি খাদ্য বিতরণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাপান পস্ন্যাটফরম প্রজেক্ট ম্যানেজার আন্তর্জাতিক প্রোগ্রাম বিভাগ ইউকি ইয়োশিমুরা, সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুলস্না বিন সফিক, অফিস হেলথ গুড নেবারস বাংলাদেশ পারভেজ আহমেদ।

মতবিনিময় সভা

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে শারদীয় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামপুর থানা প্রাঙ্গণে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুলস্নাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস। এ সময় ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সবুর মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ কর্মকার, ইসলামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সেন, রাজেশ কুমার পাল গুরুদাস পাল প্রমুখ।

অনুদান প্রদান

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে এবারের বন্যার পানিতে ডুবে প্রাণ হারানো তিন শিশুর পরিবার পেলেন সরকারি অনুদান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া অনুদান উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। প্রতিটি পরিবারের সদস্যদের হাতে নগদ ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ

ম স্টাফ রিপোর্টার, কুমিলস্না

কুমিলস্না বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভাঙনে বন্যা দুর্গত ২৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।

উপজেলার দক্ষিণ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকশিমুল চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব পরিবারের মাঝে চাল, ডাল, চিনি ও তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ করেন তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার অ্যান্ডি ওয়াং, কোম্পানির কুমিলস্না অঞ্চলের ব্যবসায়িক ডিস্ট্রিবিউটরগণের মধ্যে ফখরুল হাসান সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পোশাক বিতরণ

ম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এতিমখানা ও লিলস্নাহ বোর্ডিং মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পোশাক ও খাদ্য বিতরণ করেছে আব্দুল আলী-নুরুন্নাহার ফাউন্ডেশন। বুধবার সকালে শহরের মুন্সীপাড়া এতিমখানা ও লিলস্নাহ বোর্ডিং মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এই পোশাক বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম, স্থপতি সাম্য হোসেন শান্ত, সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুসহ মাদ্রাসা কমিটির নেতা, শিক্ষক ও স্থানীয় মুসলিস্নরা।

সভা অনুষ্ঠিত

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনোয়ারা উপজেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেনের সভাপতিত্বে এস আই জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মনজুর উদ্দীন চৌধুরী, লায়ন হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী নায়েব আমির মাস্টার আব্দুল গণি। সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ভিপি মোজাম্মেল হক, সরওয়ার হোসেন মাসুদ, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্র, সাংবাদিক এম আনোয়ারুল হক।

মতবিনিময় সভা

ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবির। বুধবার কালিয়া থানার আয়োজনে থানার হলরুমে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর রায়, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. তরিকুল ইসলাম, সহসভাপতি হাফেজ মো. জাকারিয়া মোল্যা, জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব স ম ওহিদুজ্জামান মিলু।

টিকা প্রদান কর্মসূচি

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজশাহীর চারঘাটে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় চারঘাট উপজেলায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ৫নং ওয়ার্ডের থানাপাড়া গ্রামে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। এ সময় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, ভেটেরিনারি সার্জন ওয়াসিম আকরাম, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও অত্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ খামার সদস্যরা।

আলোচনা সভা

ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কালিহাতী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে কালিহাতী থানার নয়া অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুইয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি রঞ্জনকৃষ্ণ পন্ডিত। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি কামরুল হাসান মিয়া, রাইসুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোলস্না মুশফিকির মিল্টন, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, লতিফ তালুকদার, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মৃদুল, সাহিত্য সস্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক শাহীন আলম, ক্রীড়া সম্পাদক নুরুন নবী রবিন, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান মতিন, গৌরাঙ্গ বিশ্বাস।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক

ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শিবালয় উপজেলার নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নতুল ফেরদৌসি। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে জান্নাতুল ফেরদৌসিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়। এবার দিয়ে তিনি জেলায় দুই ও উপজেলার তিনবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় নযাবাড়ি সরকারি প্রথমিক বিদ্যালয় শিক্ষকরাসহ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলী বুধবার সকালে সংবর্ধনা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে