রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে লাইব্রেরি -ইবি উপাচার্য
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস চলবে এবং রাত ১০টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে। বুধবার বেলা ১১টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি, শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'আজ যে পরিবেশে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, এই পরিবেশটি আগে ছিল না। এটি একটি নতুন বাংলাদেশের পরিবেশ। আমরা আগের বাংলাদেশে ফিরে যাব না। আগের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব না। ইসলামী বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় হবে।'
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরিফ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. আবু শিবলী মো. ফতেহ্ আলী চৌধুরী এবং অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী লামিয়া হোসেন।