নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে বালুমহালে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ইজারাদার রহমত আলী মোলস্না।
এতে ভেকুমেশিনের ড্রাইভার মোতাহার হোসেন ও বালু পয়েন্টের ম্যানেজার মামুনুর রশিদ আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আত্রাই নদীর উজান অংশের পার-কালিকাপুর এলাকায়।
এ ঘটনায় ইজারাদার রহমত আলী মোলস্না বাদী হয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কছির চৌধুরীর ছেলে শহিদুল চৌধুরী, কাঞ্চন গ্রামের মৃত অবের আলীর ছেলে সামছুল ইসলাম, সূর্যনারায়ণপুর গ্রামের মৃত খুদুর ছেলে ফিরোজ হোসেনসহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুল চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, বালুমহালে হামলা, 'ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে এটা শুনেছি। তাদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'