চট্টগ্রামের বোয়ালখালীতে মেসার্স এবি এন্টারপ্রাইজ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ্রমিক দলের দুই নেতার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবছার উদ্দিন।
তিনি বলেন, 'আমাদের ব্যবসা প্রতিষ্ঠান উপজেলার রায়খালী ব্রিজ এলাকায়। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত ১৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খাঁন তরুণ ও উপজেলা শ্রমিক দলের সদস্য আব্দুল ছত্তার চাঁদা দাবি করেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা-মামলা করবে বলে হুমকি প্রদান করেন। এ বিষয়ে মঙ্গলবার ১ অক্টোবর বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছি।'
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খাঁন তরুণ মুঠোফোনে বলেন, 'আমার বয়স বর্তমানে ৭৫ বছর। এই বয়সে আমি কীভাবে চাঁদা দাবি করতে পারি। গত ২৯ সেপ্টেম্বর আমার ওপর হামলা হয়েছে। সে হামলাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।'