তালতলীতে দুই কর্মীর ওপর হামলার বিচার দাবি
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে বিএনপির জহিরুল হক ছোট্ট ও ইমরান হোসেন ফোরকানের ওপর সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে হামলার অভিযোগ এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকসহ ভুক্তভোগী পরিবার। বুধবার তালতলী প্রেস ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ফরহাদ হোসেন আক্কাস মৃধা সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটুকে নিয়ে গত ৩০ সেপ্টেম্বর জহিরুল হক ছোট্টর কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে জহিরুল হক ছোট্ট ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন ফোরকানকে এলোপাথাড়ি মারধর ও হাতুড়ি দিয়ে মাথা থেতলে দেয় তারা। এ ঘটনায় থানায় নজরুল ইসলাম লিটু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধাসহ ২৯ জনের নামে মামলা দায়ের করেছেন ছোট্টর ভাই দুলাল।
এ বিষয়ে ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন, সংবাদ সম্মেলনে তিনি যে বিষয়ে অভিযোগ করেছেন তা মিথ্যা।