বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিবপুরে হাইস্কুলে তালা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিবপুরে হাইস্কুলে তালা

নরসিংদীর শিবপুরে সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের অপসারণের দাবিতে সকল শ্রেণি কক্ষে তালা দিয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত পাঠদানসহ বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস কক্ষসহ সকল শ্রেণি কক্ষ তালাবদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা, অফিসে ঢুকতে না পেরে বাইরে বসে আছেন শিক্ষকরা। এছাড়াও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উলেস্নখ করে প্রধান শিক্ষকের দ্রম্নত অপসারণ চেয়ে দেয়ালে পোস্টার ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

এছাড়া একই দাবিতে সোমবার সকালে কয়েকশ' শিক্ষার্থী সৈয়দনগর বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ইউএনও শাহ সজীব বলেন, 'প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনটি অভিযোগ পেয়েছি। পাশাপাশি প্রধান শিক্ষকও কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে