গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরবর্তী কার্যক্রম স্থগিত

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়েছে। জামিনুর রহমান জামিন গত মঙ্গলবার বাদি হয়ে গাইবান্ধা সদর সিনিয়র সহকারী জজ আদালতে নং ৫১০/২০২৪ মামলা করেন। মামলা করার ফলে গাইবান্ধা সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শামসুন নাহার এই স্থগিতাদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বাদিপক্ষের ফিরিস্তিযোগে কাগজপত্র দাখিল করে এফিডেভিটসহ দে: কা: বি: আইনের ৩৯ আদেশের ১-২ বিধি ও ১৫১ ধারার বিধানমতে ৪-২০ নং বিবাদীরা যাতে নালিশী চুড়ান্ত ফলাফল শীট মোতাবেক কোন শপথ গ্রহণ, নতুন কমিটি কোন কার্য সম্পাদন ও মিটিং করতে না পারে সেজন্য মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের প্রার্থনায় বিবাদীদের নামীয় সমনাদি ডাক ও আদালতযোগে জারির জন্য দাখিল করেছেন। মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদি পক্ষ ৪-২০ নং বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের প্রার্থনা করেন। এমতাবস্থায় বাদিপক্ষের প্রার্থনা মোতাবেক কেন ৪-২০ নং বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না সেই মর্মে নোটিশ প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য ওই আদালতে ৪-২০ নং বিবাদীকে নির্দেশ দেওয়া হয়। উলেস্নখ্য, গত ২৭ আগস্ট জেলা মটর শ্রমিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।