মাদককারবারিসহ তিন জেলায় গ্রেপ্তার ৭

আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আটক যুবক

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মাদককারবারিসহ তিন জেলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আটক হয়েছে এক ব্যক্তি। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর যুগিন্দা গ্রামে আগ্নেয়াস্ত্র আর একটি হাঁসুয়া রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি। মঙ্গলবার গভীর রাতে গাংনীর্ যাব ক্যাম্পের একটি টিম তাকে আটক করে। আটক রাশেদুল ইসলাম ওই গ্রামের কুদরত উলস্নাহ মীর ওরফে ভাদু মীরের ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। র্ যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, যুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখের সঙ্গে রাশেদুল ইসলামের শত্রম্নতা ছিল। তাকে ফাঁসানোর জন্য রাশেদুল একটি ওয়ান শুটারগান ও ধারালো হাঁসুয়া আলীম শেখের বসত বাড়িতে রেখের্ যাবকে খবর দেয়। রাশেদুল ইসলামের কথাবার্তা অসংলগ্নতা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে প্রতিপক্ষ আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে বলে জানালে তাকে আটক করে আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়াসহ গাংনী থানায় সোপর্দ করা হয়। বেলাব (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাব উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টায় উপজেলার পাটুলি গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুজ্জামান জাহাঙ্গীর পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। তিনি বেলাব উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি বিস্ফোরক মামলায় মনিরুজ্জামান জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিবপুর থানায় হস্তান্তর করার আইনগত প্রক্রিয়া চলমান। ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার পৌর শহরের রাণীবাজার এবং ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, স্কাফ ও বিদেশি মদ জব্দ করা হয়। ভৈরব থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম। আটক আসামিরা হলো- পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার সাত্তার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই এলাকার আলতাফ মিয়ার ছেলে জুনায়েদ (৩০), বিজন (৫৫) ও তার ভাই শাওন (৫০)। আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করার পর কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রী বেশে মাদক পাচারের সময় রহিমা বেগম (৩০) ও রেহেনা বেগম (৪০) নামক দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তাদের তলস্নাশি করে তাদের কাছ থেকে ৪শ' পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার সকালে কুমিলস্না-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহিমা বেগম মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সবুজ শেখের স্ত্রী ও রেহেনা বেগম জামালপুর সদর উপজেলার মহেশপুর গ্রামের আয়নাল মিয়ার স্ত্রী। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।