বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে 'তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ' -যাযাদি

নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারলিপি প্রদান করা হয়েছে। 'তিস্তাবাসীর কান্না আর না, আর না'- এই স্স্নোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে 'তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ'।

বুধবার উপজেলার মেডিকেল মোড় গোল চত্বর থেকে এ উপলক্ষে একটির্ যালি বেড় হয়। পরে উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তিস্তা পাড়ের শত শত মানুষ। মানববন্ধন শেষে ছয়দফা দাবি আদায়ের লক্ষ্যে হাতীবান্ধা ইউএনও'র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিতে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন 'তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম পরিষদ'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক সফিয়ার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বজলা রহমান বজু, কালিশংকর রায়সহ আরও অনেকে।

বক্তা বলেন, 'প্রধান উপদেষ্টা রংপুর এসে বলে গেছেন আবু সাঈদের রংপুরে আর কোন মানুষ অভাবে থাকবে না। তাই শহীদ আবু সাঈদের এলাকায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নসহ মানুষের দাবি পূরণ করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে