সিলেটে এডিস মশার লার্ভা পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সিলেটে এডিস মশার লার্ভা পাওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা-
সিলেট অফিস জানিয়েছে, ডেঙ্গু রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।
অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসহযোগিতার জন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি স্যানিটারি দোকান ও একটি টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের কীটতত্ত্ববিদ মো. নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে গত কয়েকদিনে হঠাৎ ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে। খুচরা পর্যায়ে সরকারিভাবে ডিমের মূল্য প্রতিটি ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করার অভিযোগ ওঠে।
বুধবার দুপুরে শহরের বড় বড় ডিমের আড়ত, কাজী ফার্মের ডিমের ডিস্টিংশন সেন্টারসহ বিভিন্ন বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ডিমের মূল্য নিয়ন্ত্রণে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় দুই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জেলার প্রধান বাজার হাজী শরীয়তুলস্নাহ বাজারে বিভিন্ন দোকানে গিয়ে ডিমের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়। এ সময় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অভিযোগে রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোবারক বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।
বুধবার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ শহীদ মিয়া, নাদিম হোসেন ও লিটন হোসেন নামের তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ বলেন, 'ধুলশুড়া এবং বয়ড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অনেকগুলো ড্রেজার ছিল। আমরা তিনটিকে আটক করেছি, বাকিগুলো সরে গেছে। পরে তিনটি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছি।'
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসটিআইর অনুমোদন এবং প্যাকেজিং লাইসেন্স নবায়ন না করায় একটি বোতলজাত পানীয় কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাউন্টেন এভারেস্ট নামে ওই পানীয় কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিএসটিআইর অনুমোদন সনদ এবং প্যাকেজিং সনদের মেয়াদ না থাকায় মাউন্টেন এভারেস্ট কোম্পানিকে জরিমানা করা হয়েছে। অভিযানে অংশ নেন বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মাহফুজুর রহমান ও মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।