বিভিন্ন দাবি ও প্রতিবাদে ৭ জেলায় বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করে সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ -যাযাদি
সাত জেলায় বিভিন্ন দাবি নিয়ে ও প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে গাজীপুরে ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীরা, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসী, দিনাজপুরের পার্বতীপুরে চাকরি বঞ্চিতরা ও খানসামায় শিক্ষক-শিক্ষার্থী, কিশোরগঞ্জের বাজিতপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নেত্রকোনার দুর্গাপুর এবং বগুড়ার দুপচাঁচিয়ায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, সরকারের সব মন্ত্রণালয়, অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থায় ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্য ডিপেস্নামা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থা ধর্মঘট পালন করে গাজীপুরে কর্মরত বৈষম্যবিরোধী সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। কর্মসূচিতে ছিলেন আব্দুস ছাত্তার এল.এ. শাখা, মোহাম্মদ সালাহউদ্দিন কালিয়াকৈর, আবুল কালাম আজাদ, এস.এ. শাখা, রফিকুল ইসলাম টঙ্গী রাজস্ব সার্কেল, মামুনুর রশিদ শ্রীপুর, সাজ্জাদ হোসেন সড়ক বিভাগ, আল মেহেদী হাসান এলজিইডি, জাহাঙ্গীর আলম এম.এ শাখা, অলিউলস্নাহ সদর প্রমুখ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা সোনাবো এলাকার ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম (২৮) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনপূর্বক ভুলতা গোলচত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, ব্যবসায়ী দীল মোহাম্মদ, নিহতের মা পুষ্প আক্তার, মামা নূর মোহাম্মদ প্রমুখ। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় নিয়োগ প্রক্রিয়া বাতিল দাবিতে মানববন্ধন করেছে বঞ্চিত চাকরি প্রত্যাশীরা। বুধবার পৌরসভার সামনে এ মানববন্ধন করা হয়েছে। উপজেলার ছাত্র-জনতা আয়োজিত মানববন্ধনে বক্তারা পৌরসভার গোপন নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ এতে জড়িত পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম ও প্রধান সহকারী মিজানুর রহমানের অপসারণ দাবি জানিয়েছেন। খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালে স্কুলে প্রবেশ করে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুল সম্মুকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খানসামা থানার ওসি নজমুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর সহকারী শিক্ষক বাস্তবায়ন সমন্বয় পরিষদের দাবিতে গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০৯টি সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক মানবন্ধন কর্মসূচি পালন করেছেন। সহকারী প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং সহকারী শিক্ষক ও সদস্য সচিব রাজীব আহম্মেদের নেতৃত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফজলে এলাহী, মাসুদ রানা, মোবারক হোসেন, শারমীন, তোফাজ্জল, ইমরান, শাহ পরান, ইকবাল আলী প্রমুখ। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মহানবী (সা.)-এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ইমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে মুফতি হাবিবুর রহমানের সঞ্চালনায় মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইমান আক্বিদা কমিটির উপদেষ্ট আলস্নামা জিয়া উদ্দিন। আরও বক্তব্য রাখেন মাওলানা ওয়ালী উলস্নাহ্‌, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুলস্নাহ্‌, মুফতি বরকত উলস্নাহ্‌, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইব্রাহীম প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, ভারতের মহারাষ্ট্রের একজন পুরোহিত কর্তৃক রাসূল সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নামকে কটূক্তির প্রতিবাদে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তাওহিদী জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার তালোড়া রেলস্টেশন এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি মিনহাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, মাওলানা কামরুল ইসলাম রুবেল, মুফতি ইমদাদুল হক, হাফেজ কামরুল আরেফিন বিদু্যৎ প্রমুখ।