ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বঞ্চিত সুবিধাভোগীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তারা অভিযোগ করেন, ডিলার তাদের চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, ঘটনাস্থলে খাদ্য কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবুহেনা মোস্তফা কামাল জানান, তিনি ৫৪৭ জনের জন্য ১৬ হাজার ৪১০ কেজি চাল বরাদ্দ পান। এরমধ্যে ৫০ জনের চাল খাদ্য গুদামে রয়েছে। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান, ডিলারের অনুকূলে ৫৪৭ জনের প্রত্যেককে ৩০ কেজি চালের ৫৪৭ বস্তা চালেই প্রদান করা হয়েছে। গুদামে তার কোনো চাল নেই। চাল বঞ্চিত মো. কামাল মিয়া, মো. তারা মিয়া, মো. আবুল কালাম জানায়, 'গতকাল সোমবার এসেও আমরা ঘুরে গেছি, চাল পাইনি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম জানান, 'কোনো অনিয়ম বা দুর্নীতি অভিযোগ পেলে ব্যবস্থা নেব।'