দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের কর্মবিরতি

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপেস্নামা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। 'বৈষম্য বিরোধী সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ'র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মেনে নেওয়া যায় না। অন্য ডিপেস্নামা ইঞ্জিনিয়ারিংদের মতো ডিপেস্নামা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদেরও দশম গ্রেড দিতে হবে। এই দাবি আদায়ের জন্য মঙ্গলবারসহ বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করা হবে। এ সময় বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়ক সার্ভেয়ার খলিলুর রহমান, ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার আসাদ উল্যাহ, ভোলা পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার দীন ইসলাম লিমন, সদরের ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে কর্মসূচি পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার সিরাজুল ইসলাম, রমজান আলী, রাজস্ব শাখার ইউসুফ আলী, সদর উপজেলা ভূমি অফিসের ইব্রাহিম খলিল, সড়ক বিভাগের শামীম আহমেদ, বাপাউবো'র মনাজমুল ইসলাম সবুজ, জামসেদসহ জেলার সব অফিসের ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়াররা। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৩ দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক মো. শরীফুল ইসলাম, সদস্য সচিব মো. মিরাজ হোসেন, সার্ভেয়ার মো. কামরুজ্জামান, মো. জহুরুল ইসলাম, ফয়সাল আহমেদ, মো. রিমন মিয়া মো. আনোয়ার কবীর, মিশুক চাকমা, মো. আমানাতুল মাওলা, সানি আসলাম, মো. আরিফুর রহমান, আলী হোসেন, মাহমুদ হাসান, নাইম মিয়া, আল আমিন, মো. ইমরান হোসেন প্রমুখ। শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ঘোষণা দেন সার্ভেয়ার আখতার হোসেন। নরসিংদী বৈষম্যবিরোধী সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করা হয়। গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থা ধর্মঘট পালন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর তারিখের মধ্যে তাদের ন্যায়সঙ্গত অধিকার দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে, আগামী ৬ অক্টোবর থেকে আরও কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।