চাটখিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে গ্রামবাসীর ঝাড়ু মিছিল

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী। মঙ্গলবার উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কেশুরবাগ গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ওই এলাকার কাজী বাড়ির পূর্ব পাশের বিল থেকে লক্ষ্ণীপুরের রামগঞ্জের মিজানুর রহমান মহিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের হামিদ মুহুরীর বাড়ির মালেকা বেগমকে বিয়ে করেছেন। শ্বশুরবাড়ি থেকে গত ২০ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হয়েছিলেন। ধারণা করা হচ্ছে টাকা লেনদেনের কারণে তাকে হত্যা করা হয়েছে। তারপর নিহতের স্ত্রী মালেকা বেগম ১২ জনের নাম উলেস্নখ করে এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রতিহিংসাবশত আসামি করায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষরা ঘরছাড়া। তাই গ্রামের নারীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে।