চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, 'বার বার মিছিল মিটিং হওয়ার কারণে ক্লাসের পড়াশোনায় প্রভাব পড়েছে, ছাত্রদের উপস্থিতি কমে গেছে। এভাবে মিছিল মিটিং চললে ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়, অভিভাবকরা আতঙ্কিত হয়ে যায়। তাই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক কর্মকান্ড কেউ পরিচালনা করলে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করব। তারা আইনগত ব্যবস্থা নেবে।'