আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিবাজ ও অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেনর্ যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
সোমবার কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উখিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়র্ যাব-১৫ অধিনায়ক বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পসহ আমাদের আওতাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের্ যাবের আভিযানিক দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। বড় বড় ঘটনার রহস্য উদঘাটনসহ অপরাধ নিয়ন্ত্রণে আগামীতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা সবসময় প্রত্যাশা।'
সভায় উপস্থিত ছিলেনর্ যাব-১৫ হোয়াইক্যং সিপিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামিলসহ উখিয়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মাল্টিমিডিয়ার গণমাধ্যমকর্মীরা।