বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আজমিরীগঞ্জে রোপা আমন আবাদে ব্যস্ত কৃষক

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
আজমিরীগঞ্জে রোপা আমন আবাদে ব্যস্ত কৃষক

আজমিরীগঞ্জে রোপা আমনের ধান গাছ রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। পুরোদমে চলছে রোপণের কাজ। সামনে মাসের মাঝামাঝির দিকে রোপণ শেষ হবে বলে ধারণা করছে উপজেলা কৃষি অধিদপ্তর।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ হাজার ৮১০ হেক্টর জমিকে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৮শ' হেক্টর জমিতে ধান গাছের চারা রোপণ করা হয়েছে।

সরেজমিন উপজেলার বিভিন্ন হাওড়ে ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকদের কর্মযজ্ঞ। বীজতলা থেকে ধানের চারাগাছ সংগ্রহ করে জমিতে হালচাষ দিয়ে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

এক নম্বর সদর ইউনিয়নের কৃষক সমর আলী বলেন, তিনি এ মৌসুমে ৭ কিয়ার জমিতে বিআর ৪৯ জাতের আমন ধানের আবাদ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পৌর এলাকার কৃষক আবুল কাশেম মিয়া জানান, আমন ধান আবাদ বীজতলা থেকে শুরু করে চারা রোপণ পর্যন্ত পুরোটাই বৃষ্টির পানির উপর নির্ভরশীল। প্রকৃতি অনুকূলে থাকলে এবার আমন উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ বলেন, এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ধানের চারা রোপণ করা হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৮শ' হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝি মধ্যে আবাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে