বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সাংবাদিকদের হেনস্তা করা সেই প্রকৌশলীকে বদলি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
সাংবাদিকদের হেনস্তা করা সেই প্রকৌশলীকে বদলি

কালবেলা ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিকদের হেনস্তা করা সেই আলোচিত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নাজিরপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়াকে অবশেষে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়।

মোহাম্মদ জাকির হোসেন মিয়া ফরিদপুর জেলা সদরের সাদীপুর গ্রামের মোহাম্মদ আবুল হাসেম মিয়ার ছেলে।

এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন স্বাক্ষরিত ২৬ সেপ্টেম্বর তারিখের এক পত্রে তাকে এ বদলির আদেশ দেওয়া হয়। একটি খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এলজিইডির পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রণজিত দে। ২০২২ সালে ২৬ জুন কালবেলার সাংবাদিক উথান মন্ডল ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মশিউর রহমান উপজেলা পরিষদ সীমানার মধ্যে নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের তথ্য চাইতে গেলে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া তার কক্ষে আটকে রাখেন। এরপর সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন ও প্রকৌশলী জাকির মিয়া তাদের হেনস্তা করেন।

এলজিইডির পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দে বলেন, নাজিরপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির মিয়ার শাস্তিমূলক বদলি হয়েছে কিনা জানি না, তবে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে