'মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ' প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন জেলায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা,র্ যালি ও প্রবীণ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার মাদারীপুর জানান, মাদারীপুরে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মাইনুদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মো. আব্দুল হালিম মিয়া, সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল ওহাব মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন।
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের আলীকদমে বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনের সভাপতিত্বে ও এসডিডিবি প্রকল্প কারিতাস চট্টগ্রাম অঞ্চলে এনিমেটর, ইন্দ্রেটিং ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রূপায়ণ দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা অল্টার ডায়েস। উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়নে কর্মকর্তা উশৈচিং মার্মা।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান,খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্যর্ যালির আয়োজন করা হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ ও এনজিওসমূহের আয়োজনে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, অধ্যক্ষ এম এ সামাদ, ডা. এম এ জলিল, প্রফেসার বেলাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের নুরুল হুদা, মফিজ ইমাম মিলন প্রমুখ।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকের্ যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে আলোচনা সভা মেহেরপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, মেহেরপুরের সিভিল সার্জন অফিসার মহী উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)'র উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় হতের্ যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।র্ যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমাজসেবার উপ-পরিচালক অনিরূদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের। এ সময় ছিলেন রিকের জোনাল ম্যানেজার রিয়াজুল ইসলাম, রিকের এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম, শাখা ম্যানেজার জিয়াউল হক, রিকের বিভিন্ন ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এসডিডিবি প্রকল্প কালীগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানও ইউপি সদস্যরা। এতে সমাজসেবক, উন্নয়নমিত্র, মিশনের পাল-পুরোহিতগণ, প্রবীণ-নবীন সদস্য, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধী ও কারিতাস প্রতিনিধিসহ ১৬টি ক্লাবের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে জেলা প্রশাসন-সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটির্ যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রবীণ হিতৈষী কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি কৃষিবিদ একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ। সংঘের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি খলিল উলস্নাহ।
এতে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, খাদেমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোলায়েম হোসেন, সিনিয়র উপদেষ্টা জৈয়মুদ্দিন আহমেদ, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হায়দার আলী প্রমুখ।