বিভিন্ন ঘটনায় পাঁচ জেলায় মুদি দোকানিসহ পাঁচজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে নাটোরের লালপুরে মুদি দোকানি, চাঁদপুরে আওয়ামী লীগ নেতা, পাবনায় ভ্যানচালক, খুলনার ডুমুরিয়ায় যুবক ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা করা হয়। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক ও বরগুনার তালতলীতে নদীতে ডুবে আরেক ব্যক্তির মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নাটোর ও লালপুর প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে পাওনা টাকা চাওয়ার জেরে আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ২টায় উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে এবং আটক শাহেব আলী আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, শাহেব আলী দীর্ঘদিন ধরে সালামের দোকানে বাকি খেতেন। বাকির পরিমাণ বেড়ে যাওয়ায় টাকা আদায়ের জন্য সাহেব আলীকে চাপ দেন আব্দুস সালাম। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। আর এই দ্বন্দ্বের জেরে গভীররাতে ওই মুদি দোকানে আগুন লাগিয়ে দেন সাহেব আলী। বিষয়টি টের পেয়ে আব্দুস সালাম দোকানের বাইরে এলে পেছন থেকে তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন সাহেব আলী। পরে স্থানীয়রা সাহেব আলীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই আওয়ামী লীগ নেতা খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার সকালে ওই গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয়তলায় রডের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে নিহতের স্ত্রী জেসমিন আক্তার তার স্বামীকে হত্যার অভিযোগ করেছেন।
তিনি বলেন, গত সোমবার বিকালে তার সঙ্গে ফোনে শেষ কথা হয়। রাত ৮টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি। তার দাবি, তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিবিআইয়ের উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, শরীরের একটি পায়ের ওপরের অংশে ছেঁছড়ানো দাগ রয়েছে। আর কোনো অংশে আঘাতের চিহ্ন নেই। প্রযুক্তির মাধ্যমে ছায়াতদন্ত কাজ চলছে।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, মরদেহ ময়নাদতন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার আতাইকুলায় রবিউল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে। পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি হাবিবুল ইসলাম জানান, আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইর পর তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছুরির আঘাতে রাসেল গাজী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খর্ণিয়া তেল পাম্পের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক খর্ণিয়া গ্রামের মতলেব গাজীর ছেলে। এ ঘটনায় তার মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেছেন।
জানা যায়, রাসেল ইঞ্জিনচালিত ভ্যানে উপজেলার বিভিন্ন হাট-বাজারে দোকান-পাটে গিয়ে পণ্যের বুকিং ও ডেলিভারি দিতেন। এদিন ভ্যানযোগে ডুমুরিয়া থেকে খর্ণিয়া ফিরছিলেন। খর্ণিয়া বাজারস্থ তেল পাম্পের পূর্বপাশে একটি মোটর সাইকেলে আসা অজ্ঞাত দুই যুবক ভ্যানটির গতিরোধ করেই রাসেলের বুকে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা টাকা-পয়সা ছিনতাই করে পালিয়ে যায়। থানার ওসি আব্দুল হক জানান, রাসেল প্রাণ কোম্পানির সেলসম্যান। রাসেলের কাছে থাকা বেশকিছু টাকা নিয়ে যায় হত্যাকারীরা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান (২৪) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নিজ কর্মস্থলে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন।
জানা যায়, তিনি উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। আরমান জাটিয়া গ্রামের মৃত লোকমান হেকীমেরর ছেলে।
প্রতিবেশীরা জানান, সকাল ৭টায় স্কুলের ভেতর থেকে গোঙানির শব্দ শোনেন তারা। জানালার ফাঁক দিয়ে দেখতে পান নৈশপ্রহরী আরমান রক্তমাখা অবস্থায় শিক্ষক মিলনায়তন কক্ষে পড়ে আছে। পরে তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।
আরমানের মা শামছুন্নাহার ঝর্ণা বলেন, 'আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই।' প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, 'আরমান খুবই ভালো ছেলে ছিল। ওকে যারা মেরেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।' ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করছি শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আটক করা হবে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে পাভেল মিয়া (২২) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। তিনি উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
গত সোমবার বিকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃতু্য হয়। জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন- পাভেলসহ দুজন মালবাহী ট্রেনের একটি বগিতে ছিলেন। হঠাৎ তারা লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। এ সময় পাভেল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে প্রবাস ফেরত রিয়াজ নামে এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সুন্দরবন সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে স্বজনরা। এর ২৪ ঘণ্টা আগে রিয়াজ নিখোঁজ হন। রিয়াজ উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকার জলিল মৃধার ছেলে।
স্বজন মো. হানিফ ও জাফর মৃধা বলেন, ২০২২ সালে সৌদি আরবে যান রিয়াজ। দালালদের প্রতারণার কারণে করাবরণ করে দেশে ফিরে আসেন। এরপর সাগর থেকে বরশি দিয়ে মাছ শিকার করতেন। মাছ না পেলে সুন্দরবনে গড়াজাল থেকে মাছ ক্রয় করে ব্যবসা করতেন। এরই ধারাবাহিকতায় গত রোববার ভোরে সুন্দরবনে মাছ ধরতে যান। সকাল ১১টায় স্রোতের টানে ভেসে যান। পরদিন সোমবার একই জায়গায় তার ভাসমান লাশ উদ্ধার হয়।