পথসভা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বন্দর কমিউনিটি সেন্টার কেন্দ্র ঘোষিত সাম্য মানবিক ও সমাজ বিনির্মাণে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এ সময় ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সহ-সাধারণ সম্পাদক রাসেল খান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভা
ম বরকল (রাঙামাটি) প্রতিনিধি
বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজারে সোমবার বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার এবং সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর হক, আবু বক্কর ছিদ্দিক বেপারিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বর্তমান সময়ে বরকলে দলের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিদ্যমান আইমাছড়া ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দিয়ে আগামী পনেরো দিনের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।
সভা অনুষ্ঠিত
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নওয়াব মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জসিম উদ্দীন আবদুলস্নাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু।
কমিটি গঠন
ম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার রাতে মোস্তাফিজুর রহমান ফারুককে দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও আনোয়ার হোসেন হেমায়েতকে সদস্য সচিব করে ৬৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উলেস্নখ যে, কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটির নেতারা ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
প্রস্তুতিমূলক সভা
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস। এছাড়াও ছিলেন বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি, পূজামন্ডপের সভাপতি, সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এডহক কমিটি
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য নিযুক্ত হয়েছে বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান (মাস্টার)। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডহক কমিটি গঠন করা হয়। এছাড়া এডহক কমিটিতে বরেণ্য শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী সভাপতি ও কলেজ অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়।
পুরস্কার বিতরণ
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি ইন্দুরকানী কলেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলস্নামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য সন্তান জননেতা মাসুদ সাঈদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ তফাজ্জল হোসেন ফরিদ, টগড়া দারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুলস্নাহিল মাহমুদ, ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন, ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন।
তথ্যমেলা অনুষ্ঠিত
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। নেট্জ বাংলাদেশ এবং বিএমজেড'র নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের আওতায় অনুষ্ঠানমালার মধ্যে ছিল- আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনী। সোমবার সকালে বোদা উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন- বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। এমকেপির পরিচালক ক্যাথরিন আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ও এমকেপির পরিচালক (অর্থ) নরেশ চন্দ্র রায়।
কমিটির সভা
ম বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গা উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপনের লক্ষ্যে বিএনপি, জামায়াত ও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বালিডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলহাজ সৈয়দ আলম, সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
কৃষি মেলা উদ্বোধন
ম মদন (নেত্রকোনা) প্রতিনিধি
মদন উপজেলা কৃষি অফিসের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পাবলিক হল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী, উপজেলা বিএনপি সভাপতি মো. নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও জামায়াত ইসলামীর সাবেক আমির মো. রুহুল আমীন।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সোমবার সকালে শিবালয় উপজেলার মাধ্যমিক পর্যায়ে নালী বড় রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত বছর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজ উদ্দিন জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
প্রস্তুতি সভা
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। এবার উপজেলার ১২টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির, রাজনৈতিক নেতা, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন পূজামন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকরা।
কর্মিসভা
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পাবনার সুজানগর উপজেলার রাণীনগর বিলগাজনা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিএনপি নেতা মাহাতাব উদ্দিন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামাল বিশ্বাস, সদস্যসচিব জসিম বিশ্বাস, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ।
সংবাদ সম্মেলন
ম কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত সবের্শ্বর বর্মনের ছেলে হরষিত বর্মন। সোমবার উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, 'সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে যেসব তথ্য প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো সংবাদ সম্মেলন না করেও সংবাদ সম্মেলনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো- আমাদের প্রতিপক্ষদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ওই মহলটি ফায়দা আদায়ের চেষ্টা করছে। ওই জায়গা জমি ও মৎস্যঘের নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করলে সেখানে শালিশ বৈঠকে আমাদের পক্ষে রায় হয়। পুলিশ প্রশাসনও আমাদের পক্ষে তদন্ত প্রতিবেদন দেয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।'
আলোচনা সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৫টার দিকে পৌর শহরের বাঁশমহল প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াত ইসলামের পৌর শাখার সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক রমজান আলী। আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর মো. ইয়াকুত আলী, সাধারণ সম্পাদক ডা. মোবারক উলস্নাহ, মো. মাকসুদ আলী, শামসুর রহমান রফিক. ডা. নূরুজ্জামান আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন বাজিতপুর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জুবায়ের আহমেদ।
প্রস্তুতিমূলক সভা
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন, চন্দ্রঘোনা থানার এসআই মনির হোসেন, সাংবাদিক আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠুল চন্দ্র দে, পাবেল দাশ, শিমুল দাশ।
লিফলেট বিতরণ
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। রোববার সন্ধ্যায় উপজেলার কেরানিহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সময় ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দিপ্তি, সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহেদ, সাবেক কেন্দ্রীয় যুবদলের আইটি সম্পাদক মোহাম্মদ জাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সাধারণ সম্পাদক আজগর, সিনিয়র সহসভাপতি শাহজাহান।
কমিটি গঠন
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় মূক-বধির সংঘের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের নবাববাড়ী সড়কে অবস্থিত নিজ কার্যালয়ে উক্ত কার্যনির্বাহী সভার সিদ্ধান্তে কমিটির শূন্যপদসমূহ পূরণে ৪টি পদে মনোনীত করা হয়। সভাপতি পদে রায়হান আহম্মেদ (রানা), সহসভাপতি জিলস্নুর রহমান, কার্যনির্বাহী দু'টি পদে যথাক্রমে রুহুল আমিন ও আব্দুল গাফফারকে নির্বাচিত করা হয়। গত ৩০ আগস্ট ১৮৭ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটে উক্ত কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। অনুষ্ঠানে বগুড়া মূক-বধির সংঘের নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। উপজেলা ছাত্রদলের উদ্যোগে টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৩৭০টি বানভাসি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় এ সময় ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব হালিমুল হোসেন রাসেল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান আকিক, যুগ্ম-আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল মিঠু, মোসলেম উদ্দিন।
মাসিক সভা
ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অফিসার্স ক্লাব হলরুমে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম, সেনাবাহিনীর কর্মকর্তার লে. কামরুজ্জামান, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, সাংবাদিক এমএ হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও ছিলেন সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
কর্মী সম্মেলন
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার বাজালিয়া ইউনিয়নের উত্তর বাজালিয়া সাইক্লোন সেন্টার সংলগ্ন মাঠে বাজালিয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. মাসুকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক। বাজালিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আরমান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতকানিয়া সাঙ্গু থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. আবদুল জলিল, সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম।