ময়মনসিংহের ভালুকায় কারখানার নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃতু্য ও টাঙ্গাইলের ঘাটাইলে বিদু্যৎস্পর্শে কলেজ ছাত্রের মৃতু্য হয়। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালক এবং দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় ২ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে একটি গার্মেন্ট কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামে এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ওই ভবনের লিফটের ৪০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে।
কারখানার জেনারেল ম্যানেজার নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন তার কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সন্ধ্যার পর দুর্গন্ধ বের হলে তারা থানায় জানান।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। সোমবার সকালে ফায়ার সার্ভিস সদস্যরা মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শ্রমিক আব্দুল হামিদ গত রোববার বিকালে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃতু্য মামলা হয়েছে।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে বিদু্যৎস্পর্শে নাজমুল হাসান (২০) নামে এক কলেজ ছাত্রের মৃতু্য হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামের গোলাম মোস্তফা ফকিরের ছেলে। তিনি এবার বিএফ শাহীন কলেজ থেকে পরীক্ষা দিয়ে অনার্সে এডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় ১ নং ইউপি সদস্য নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ওইদিন সন্ধ্যায় বাড়ির পাশে ডিজিটাল ব্রিজ স্ক্যাল মেশিনের ঘরে ইলেকট্রিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদু্যৎস্পর্শে আহত হন নাজমুল। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাকিব মিয়া (২৫) নামে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মিয়া ঢাকা মহাখালী (ওয়ারলেস গেইট) এলাকার গনি মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ বলেন, সকালে বুধন্তি এলাকার মাদ্রাসার সামনে একটি লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক সাকিব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে মাছের আড়তে ভ্যান রেখে মাছ ক্রয়-বিক্রয়কালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ট্রাকের চাপায় দুইজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- দিনাজপুরের বিরামপুরের কোচ গ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০) ও রংপুরের পীরগঞ্জ চতরা ইউনিয়নের কুমার গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮)। সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার রানীগঞ্জ বাজার মাছ আড়তের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় কয়েকজন মাছ ব্যবসায়ী রাস্তার পাশে মাছ বহনকারী ভ্যান রেখে মাছ ক্রয়-বিক্রয় করছিলেন। এ সময় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সারিবদ্ধ ৮টি ভ্যানসহ মাছ ব্যবসায়ীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল গোফ্ফার মারা যান। স্থানীয়রা ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে আসলে আনোয়ার হোসেনও মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক।